Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


Title
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে শুদ্ধাচার পুরস্কার প্রদান
Details


৩১ জানুয়ারী ২০২৪ খ্রি.তারিখ বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তর কর্তৃক বাপবিবো’র ২০২২-২৩ অর্থ বছরের শুদ্ধাচার পুরষ্কারের জন্য মনোনীত কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে পুরস্কার  প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাপবিবো’র গ্রেড-২ হতে গ্রেড-৯ ভুক্ত ০১ জন, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ ভুক্ত  ০১ জন ও গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ভুক্ত ০১ জন একজন করে মোট ৩ জন কর্মকর্তা/কর্মচারী এবং ৮০টি পবিসের  সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণের মধ্য হতে  একজন সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারসহ মোট ০৪ জন কর্মকর্তা/কর্মচারীকে ২০২২-২৩ অর্থ বছরের বাপবিবো’র শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাপবিবো’র সম্মানিত চেয়ারম্যান জনাব অজয় কুমার চক্রবর্ত্তী গ্রেড-২ হতে গ্রেড-৯ এর মধ্য হতে পরিচালক (প্রশাসন) জনাব মোঃ আসাফউদ্দৌলা, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ এর মধ্য হতে গাড়ী চালক (হালকা) জনাব মোঃ নজরুল ইসলাম ও গ্রেড-১৭ হতে গ্রেড-২০ এর মধ্য হতে অফিস সহায়ক জনাব মোঃ আবু শামা এবং ৮০টি পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারগণের মধ্য হতে সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব অখিল কুমার সাহা-কে শুদ্ধাচার পুরস্কার  প্রদান করেন।


বাপবিবো’র সদস্য (প্রশাসন) জনাব মোঃ হাসান মারূফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সদস্য (অর্থ) ও সদস্য (সমিতি ব্যবস্থাপনা, অতিরিক্ত দায়িত্ব) জনাব দীপংকর বিশ্বাস, সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব দেবাশীষ চক্রবর্তী ও সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মোঃ আব্দুর রৌফ মিয়া বক্তব্য প্রদান করেন। এ সময় বাপবিবো’র   ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Attachments
Publish Date
05/02/2024
Archieve Date
31/03/2024