Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, টেলিটক এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। সন্ধ্যার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/


Chandpur PBS-1 at a glance

মাসের নামঃ জুন ২০২১ ইং পর্যন্ত।

০১

সমিতির নাম

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

০২

প্রকল্পের নাম

এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুতায়ন, প্রথম পর্যায়

০৩

দাতা সংস্থার নাম

ইউ, এস, এইড

০৪

অন্তর্ভূক্ত উপজেলা

০৩ টি (হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া)

০৫

প্রথম বোর্ড সভা

১৬-০৬-১৯৮০ ইং।

০৬

রেজিষ্ট্রেশনের তারিখ (চাঁদপুর পবিস)

২৫-০৬-১৯৮০ ইং।

 

রেজিষ্ট্রেশনের তারিখ (চাঁদপুর পবিস-১)

২৭-০৫-২০১৫ ইং।

০৭

প্রথম সদস্য করনের তারিখ

১৬-০৬-১৯৮০ ইং।

০৮

প্রথম বিদ্যুতায়নের তারিখ

১৪-১২-১৯৮১ ইং

০৯

আয়তন

৫৮০ বর্গ কিঃ মিঃ।

১০

অন্তর্ভূক্ত পৌরসভা ও ইউনিয়ন

৩৭ টি (পৌর-০৩টি, ইউপি-৩৪)

১১

বিদ্যুতায়িত পৌরসভা ও ইউনিয়ন 

৩৭ টি (পৌর-০৩টি, ইউপি-৩৪)

১২

অন্তর্ভূক্ত গ্রাম

৫৬৮ টি।

১৩

বিদ্যুতায়িত গ্রাম

৫৬৯ টি।

১৪

মোট পরিবার

২৩১,৪৬৫ টি।

১৫

মোট জনসংখ্যা

৯৪১৭৩৪ জন।

১৬

অন্তর্ভূক্ত এলাকা

০৭ টি।

১৭

এলাকা পরিচালক

০৬ জন।

১৮

মহিলা পরিচালক

০৩ জন।

১৯

কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

৩৬৩জন।

২০

জোনাল অফিস/এরিয়া অফিস/অভিযোগকেন্দ্র

 

 

(ক) জোনাল অফিস

০২ টি। (শাহরাস্তি, কচুয়া)

 

(খ) সাব জোনাল অফিস

০১ টি। (সাচার)

 

(গ) অভিযোগ কেন্দ্র

১২ টি (সদর, কচুয়া, শাহরাস্তি, সাচার, পালাখাল, আমুজান, চেংগাতলী, বলাখাল, , পালিশারা চিতোষী, কালিয়াপাড়া ও আয়নাতলী অভিযোগ কেন্দ্র)

২১

উপকেন্দ্রের সংখ্যা

০৬ টি। হাজীগঞ্জ-১ (৩০এমভিএ), হাজীগঞ্জ-২-(২০এমভিএ-বলাখাল), শাহরাস্তি-২৫ এমভিএ,  কচুয়া-১ (২০এমভিএ), কচুয়া-২(রহিমানগর-২০এমভিএ),  কচুয়া-৩(পালাখাল-২০এমভিএ)।

২২

নির্মিত লাইন

 ৪,৩৬৭ কিঃ মিঃ।

২৩

বিদ্যুতায়িত লাইন

৪,৩৬৭ কিঃ মিঃ

২৪

সংযোগ সুবিধা সৃষ্টি

৩,২৪,১৩৬   জন।

২৫

সংযোগ প্রাপ্ত গ্রাহক সংখ্যা

৩,২৪,১৩৬ জন।

 

(ক) আবাসিক

২,৮২,৩৪৯  জন।

 

(খ) বাণিজ্যিক

৩২,০৮০ জন।

 

(গ) সেচ

২,২৭৬ জন।

 

(ঘ) শিল্প

২,৩৭২ জন।

 

(ঙ) সিআই

৪,৭৬৫ জন।

 

(চ) সড়কবাতি

২৮১ জন

 

(ছ) বৃহৎ শিল্প

১৩ জন।

২৬

সংযোগ প্রদানের হার

১০০%

২৭

সিস্টেম লস

৯.৮৮%

২৮

বিল আদায়ের হার

১০০.৩৯%

২৯

বকেয়ার মাস

০.৬৭  মাস (সিআই ও সেচ রিবেট ব্যতীত)

৩০

২০২০-২০২১ অর্থ বছরে নতুন সংযোকৃত গ্রাহক

১৮,০৮৯ জন